অবতক খবর,৬ ডিসেম্বর: আজ গয়েশপুর পৌরসভা অঞ্চলে কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন নদীয়া জেলা সভানেত্রী তথা কৃষ্ণনগর লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে তা নিয়ে প্রকাশ্যে সরব হন তৃণমূল কর্মীরা। আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কিছু সাংবাদিক। এই পরিস্থিতিতে তিনি যখন দেখেন সাংবাদিকরা সেই ছবি ক্যামেরাবন্দি করছেন,তখন তিনি উত্তেজিত হয়ে পড়েন।

তিনি বলেন,”এই ২ পয়সার সাংবাদিকদের এখানে কেন ডাকেন। এদের বের করে দিন এখান থেকে।”

ঠিক এইভাবেই সাংবাদিকদের অপমান করেছেন সাংসদ মহুয়া মৈত্র।

তবে এই ঘটনার পরেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে সাংবাদিক মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে।

এ প্রসঙ্গে গয়েশপুরের এক বিজেপি নেতা বলেছেন,”তৃণমূলের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সেটা তারা বুঝতে পারছেন। আর মহুয়া মৈত্র ভয় পেয়েছেন,এই নিয়ে তাঁর মানসিক চাপ বাড়ছে। ফলে তিনি ভুল বকছেন। তবে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভকে এই ভাষায় আক্রমণ করাটা তাঁর মোটেই উচিত হয়নি।”