অবতক খবর, সংবাদদাতা ::   গত ১৯ ফেব্রুয়ারি আসানসোল দক্ষিণ থানা এলাকায় পার্বতী হোটেলের বিপরীতে গণপতি জুয়েলার্সে সন্ধ্যাবেলায় চার পাঁচ জন যুবক নিঃশব্দে প্রায় ৫০ লক্ষ টাকার হীরা এবং সোনার গয়না ডাকাতি করে নিয়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ ইতিপূর্বে পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার করে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ডাকাতি কান্ডের মূল দুজন পান্ডা অজয় রাম এবং রবি টাকলা পলাতক।

পুলিশ ডাকাতির কান্ডের মূল পান্ডাদের ধরতে বিভিন্ন এলাকায় খবর লাগাতে শুরু করেন। কয়েকদিন আগে পুলিশ খবর পায় মূল পান্ডার একজন অজয় রামকে মিহিজাম থানা এলাকায় দেখা গেছে। পুলিশ পৌছাবার আগেই অজয় রাম পালিয়ে যায়, তার পেছনে ধাওয়া করে পুলিশের দল বিহারের মুঙ্গেরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ট্রানজিট রিমান্ডে আসানসোল নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে পাঠাবার পর তাকে ১৫ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। পুলিশ এখন আরো এক পান্ডা রবি টাকলাকে খুঁজতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।পুলিশ আশাবাদী অজয় রামকে জিজ্ঞাসা করে রবি টাকলার খোঁজ পাওয়া যাবে।