অবতক খবর পশ্চিম মেদিনীপুর : জেলা পুলিশের উদ্যোগে নজরদারি বাড়াতে গড়বেতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে সিসি টিভি ক্যামেরা বসাল পুলিশ।গড়বেতা থানার সীমানায় বাঁকুড়া ও হুগলি জেলা। এলাকা ভেদ করে চলে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা যায়, অনেকসময় দুষ্কৃতীরা এলাকায় দুষ্কর্ম করে পার্শ্ববর্তী জেলায় পালিয়ে যায়। তাছাড়া শিলাবতী নদী থাকায় সেখান থেকে বালি তুলে বড়বড় লরি যাতায়াতের সময় দুর্ঘটনা ঘটে ও প্রায় বিক্ষোভ দেখা যায় । এছাড়াও রাস্তায় মহিলাদের উত্যক্ত করা ,মদ্যপদের অভদ্র আচরণ বা অসামাজিক কার্যকলাপ প্রভৃতি এই এলাকাতে সর্বত্র ঘটে থাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গড়বেতা এলাকাতে সিসি টিভ ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়ে ট্রাফিক কন্ট্রোল ঠিক রাখা, ওভারলোড গাড়ি চিহ্নিতকরণ, চুরি, ছিনতাইয়ের মতো দুস্কর্ম রুখতে ও তাদের উপর নজরদারি রাখতে ডিসপ্লে বোর্ডের ছবি দেখে অনেকসময় দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। এইজন্য গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু সিসি ক্যামেরা বসেছে ও এখনো পর্যন্ত কাজ চলছে।