অবতক খবর,২৩ এপ্রিলঃ গ্রীষ্মের দাবদহে পানীয় জল পাচ্ছেন না পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। পানীয় জল না পাওয়ায় যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। আজ তাই অক্ষয় তৃতীয়ার দিনে ওয়ার্ডের বাসিন্দারা জলের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করলো। অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

এলাকাবাসীদের দাবি পূরন না হলে ভোট বয়কটের হুমকি দিয়েছে বাসিন্দারা। এক বছর আগেও এই অঞ্চলের মানুষ পথ অবরোধ করেছিল তখন পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল সমস্ত সমস্যার সমাধান করে দেবে।

কিন্তু এক বছর পার হয়ে যাওয়ার পরও জল এবং রাস্তার অবস্থা ঠিক না হওয়ায় ফের এই জলের দাবিতে পথ অবরোধ করেছে এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ উপস্থিত হয়েছে। পানিহাটি পৌরসভা ও রাজ্য সরকারের সমালোচনা করলেন এলাকার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।