অবতক খবর,৩ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডলঃমন্তেশ্বর ব্লকের সিপিআইএমের সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, DYFI সহ পাঁচ টি সংগঠনের পক্ষথেকে গ্রাম জাগাও ,চোর তারাও, বাংলা বাঁচাও, মূল দাবী সহ ফসলের লাভজনক দাম,সবার জন্য কাজ,বাঁচার মত মজূরি,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আজ জাঠা মিছিল অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকে পিপলন অঞ্চলের।পিপলন পঞ্চায়েতের বনপুরগ্রাম থেকে জ্যাঠা মিছিলটি শুরু হয়ে জুগ্রাম , খাদড়া, কুলজোড়া , করন্দা , পিপলনগ্রাম সহ বিভিন্ন গ্রামে এই মিছিল পরিক্রমা করে ভাগরা বাজারে এসে জ্যাঠা মিছিলটি শেষ হয় । তারপর ভাগরা বাজারে একটি পথসভা করে জ্যাঠা মিছিল করার কি উদ্দেশ্য সাধারণ মানুষজন জানান সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলার সদস্য ওসমান গনি, জেলার DYFI নেতা অনুপম ঘোষ ,ও মন্তেশ্বর এরিয়া কমিটির সারা ভারত কৃষক সবার নেতা ধনঞ্জয় সামন্ত , সহ আরও অনেকে ।