অবতক খবর,১৩ মার্চ,নদীয়া:- প্রত্যন্ত গ্রাম অথচ সমৃদ্ধ ঐতিহাসিকভাবে, বহু প্রাচীনও বটে নদীয়ার শান্তিপুর বাগ‌আঁচড়া‌ তড়িৎ সংঘ ক্লাবের মাঠে তড়িৎ সংঘ ক্লাবের উদ্যোগে আশেপাশের গ্রামের মানুষদের জন্য খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, বস্ত্রদান এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের ভূমিকা থাকে অগ্রণী।

অন্যান্য বছরের মতন এ বছরেও চলছে রক্তদান শিবির। মহতি এই কর্মকান্ডের অনুপ্রেরণা যোগাতে সামিল হয়েছেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও বাগ আঁচড়া রামকৃষ্ণ মিশন মহারাজ আশিস‌ মহারাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা‌ প্রামাণিক , স্থানীয় প্রধান মমতা ধারা,বাগ আঁচড়া অঞ্চল সভাপতি সুদর্শন ধারা ,, ক্লাবের সম্পাদক হর প্রসাদ সাধুখা সহ বহু বিশিষ্ট জন।

হরপ্রসাদ বাবু বলেন, এই মাঠে রক্তদান হোক বা অন্য কোনো অনুষ্ঠান মানুষের আগমনে তা পরিণত হয় উৎসবে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও রক্তদানে উৎসাহীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। দেড়শ জন নাম লেখালেও, 70- 80 জনের রক্ত গ্রহণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন, রক্ত সংগ্রাহক কর্তৃপক্ষ।