অবতক খবর,২১ জুনঃ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের দুর্গাবাঁধ ফার্মে অবিলম্বে কৃষি প্রকল্প শুরু করা এবং রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি নিয়ে গোয়ালতোড়ে প্রতিবাদ মিছিল করল CPI(M) নেতৃত্ব।

এই দিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম নেতা কর্মীরা পা মিলিয়েছেন, পাশাপাশি মিছিলে পা মিলিয়েছেন জেলা সম্পাদক তথা দাপুটে CPI(M) নেতা সুশান্ত ঘোষ, এই দিন গোটা এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে পথ সভার মাধ্যমে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি।

এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করলেন দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, তিনি বলেন, রাজ্যে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, আর উনি শিল্প সম্মেলন করছেন, পাশাপাশি কেন্দ্রের অগ্নীপথ নিয়েও কেন্দ্রকে নিশানা করতে পারলেন না তিনি।

 

তিনি বলেন দেশজুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তাই অবিলম্বে কৃষকদের চাষের জমি ফিরিয়ে দেওয়া হোক এমনই দাবি করেন সুশান্ত ঘোষ।