অবতক খবর :: ডানকুনি ::    ডানকুনিতে গোমূত্র বিক্রি করার অপরাধে মামুদ আলিকে গ্রেফতার করলো ডানকুনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মামুদকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে মামুদকে দিয়ে এই কাজ করিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল ডানকুনিতে করোনা ভাইরাস রোধ করতে গোমূত্র অনন্য ওষুধ এই প্রচার করে গোমূত্র ও গোবর বিক্রি করছিল মামুদ। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চিকিৎসক মহলে। সমলোচনা করা হয়েছে করোনার আতঙ্কে আতঙ্কিত মানুষ এই সময় এই সব কুসংস্কার মানুষের সামনে প্রচার করায়। সেই খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় মামুদকে। তবে মামুদকে দিয়ে কাদের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটলো সেই খোঁজ শুরু করেছে পুলিশ।

সাংবাদিকদের ক্যামেরার সামনে মামুদ জানায় স্থানীয় এক পোর্টাল সংবাদ মাধ্যমের সাংবাদিক ও তার সাথে এবিপি আনন্দ এর সাংবাদিক তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করিয়েছে।বিজেপির পক্ষ থেকে জানিয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে।