অবতক খবর,৩ নভেম্বরঃ গোটা রাজ্যে পালিত হল ফসলের নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস। গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকল ব্লকে পালিত হলো নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস। আজকের এই কর্মসূচি শোভা যাত্রার মধ্য দিয়ে পালিত হয়। প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে শোভা যাত্রা করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় নাড়া না পোড়িয়ে চাষের কাজ করা যায় এবং নাড়া চাষের কাজে চাষের আয় বাড়ায়।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিক শুভম প্রামানিক,ডোমকল বিডিও শ্যাম সুন্দর মিশ্র, মহকুমা খাদ্য আধিকারিক মোঃ মুশির আহমেদ, ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকলের ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, এলাকার প্রধান সহ আরো অনেকে।