অবতক খবর,২১ ডিসেম্বর,নদীয়া: নদীয়ার শিয়ালদা টু গেদে লাইন একটি গুরুত্বপূর্ণ রেললাইন ।এই লাইন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন ।আজ সন্ধ্যে সাতটা পাচে মাজদিয়া স্টেশন ট্রেন পৌঁছাতেই রেল দপ্তর থেকে ঘোষণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে ৭টা পাঁচ এর টেন গেদে স্টেশনে পৌঁছাতে পারবে না ।

বানপুর স্টেশন যাবে এবং সেখান থেকে ঘুরিয়ে দেয়া হবে । এব্যাপারে রেল দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন গেদে স্টেশনে একটি বহুকোচ বিশিষ্ট মাল গাড়ি দাঁড়িয়ে আছে যা লেভেল ক্রসিং এর থেকেও বেশি জায়গা জুড়ে রয়েছে । এর ফলে গেদে স্টেশনে ট্রেন ঢোকানো সম্ভব নয় তাই বাধ্য হয়েই বানপুর থেকে ট্রেন ঘুরিয়ে দেয়া হচ্ছে । একমাত্র মাজদিয়া থেকে গেদে যাতায়াতের একমাএ রাস্তা ট্রেন লাইন ।তার বন্ধ হওয়ার জন্য সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়