গেট আটকে রেখে কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

অবতক খবর,৪ জুলাইঃ গেট আটকে রেখে কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ,কয়েকশো বিঘা জমির ফসলের ক্ষতির আশঙ্কা, বিএসএফের সঙ্গে আলোচনায় বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া।

বনগাঁ সীমান্তের কাটাতাঁরের ভেতরের জমিতে কৃষকদের যেতে দিচ্ছেনা বিএসএফ। দুটি গেট বন্ধ রেখেছে। পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির ফসল। এমনই অভিযোগ এনে সোচ্চার হয়েছেন শতাধিক কৃষক। বনগাঁ থানার ঘাটবাওর পঞ্চায়েতের চড়ুরগাছি, রামচন্দ্রপুর সীমান্ত এলাকার ঘটনা।

সোমবার দুপুরে কৃষকদের সঙ্গে কথা বলে রামচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করে বিষয় নিয়ে আলোচনা করেন অশোক বাবু। তিনি বলেন”বিএসএফ আধিকারিকরা আশ্বস্ত করেছেন খুব দ্রুত গেট খুলে সমস্যার সমাধান করা হবে।