অবতক খবর,৮ নভেম্বর : ভোটমুখী গুজরাটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ কুমার। গুজরাট বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। পুরনো সঙ্গী ভারতীয় উপজাতি পার্টি (BTP)-র সঙ্গে নীতীশের দল জোট করে লড়াই করতে চলেছে। তবে, ক’টি আসনে প্রার্থী দেবে, তা কিন্তু খোলসা করেনি নীতীশের দল। গুজরাট বিধানসভা নির্বাচনে ভারতীয় উপজাতি পার্টি (BTP) যে JDU-র সঙ্গে জোট করে লড়াই করতে চলেছে, তা সোমবার ঘোষণা করেন পার্টির প্রধান ছোটুভাই ভাসাভা। জোটের হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রচার করবেন বলেও জানান তিনি। তবে, ১৮২ আসল বিশিষ্ট গুজরাট বিধানসভায় নীতীশের দল ক’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা কিন্তু BTP-র পক্ষ থেকে জানানো হয়নি।গুজরাট থেকে ২৫ বছরের BJP শাসনকে উৎখাত করারই লক্ষ্যেই, তাঁদের এই জোট বলে জানিয়েছেন ছোটুভাই ভাসাভা।