অবতক খবর: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে এবার বাংলাদেশ যোগের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।  গীতালদহে নিহত তৃণমূলকর্মী আন্তর্জাতিক অপরাধী, এমনই বিস্ফোরক দাবি করেছেন নিশীথ প্রামাণিক।‘সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক। ভারত-বাংলাদেশ, দু’দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর’, নিহত তৃণমূকর্মীর পরিচয় নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার মাঝরাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজলি খাতুনের ভাই শাহানুর হক গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহানুরকে। অবস্থার অবনতি হলে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন শাহানুর। রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে শাহানুরের পেটে। অস্ত্রোপচার করা হয়েছে শাহানুরের।এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমে বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে শাহানুরকে। তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে হামলা করা হচ্ছে।’