অবতক খবর,২ জুলাই,সনৎ বর্মন,কোচবিহারঃ একটানা বৃষ্টিতে জলমগ্ন গিতালদহ ১,২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। জলমগ্ন সমস্যায় সাধারণ মানুষ। সেই সমস্যার সমাধানে নিজের বিধানসভার নদী তীরবর্তী জলমগ্ন এলাকায় পরিদর্শনে সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শনিবার তিনি বি এস এফ আধিকারিকদের সঙ্গে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত জলমগ্ন এলাকা পরিদর্শনে যান।

স্পিড বোটে চেপে সিঙ্গি জানি নদী পেরিয়ে এলাকাগুলো পরিদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। এদিন তিনি সমস্যায় থাকা সাধারণ মানুষদের ত্রাণ তুলে দেন। শুকনো খাবার, ত্রিপল সহ বেশ কিছু জিনিস তুলে দেন।

শনিবার তার সাথে সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, সিতাই ব্লক যুব তৃণমূল সভাপতি বিশু রায় প্রামানিক, সহ সভাপতি অনিমেষ বসুনিয়া সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা।