আজ বিশ্ব জলদিবস

পুকুর ভরাট করা এখন একটি শিল্পে পরিণত হয়েছে। প্রোমোটারেরা এই শিল্পের বহুখ্যাত শিল্পী।
গার্ডেনরিচ অঞ্চলে ১৫ নম্বর বোরোতে ১০ বছর আগেও আড়াই হাজার পুকুর ছিল। এখন সমস্ত পুকুর বোজানোর পর হাতে রয়েছে মাত্র ৪৩২টি‌। অন্যদিকে ১৩৪ নম্বর ওয়ার্ডে ৩ বছর আগেও ছিল ৪৫ টি পুকুর। সেখানে এখন রয়েছে মাত্র একটি পুকুর।
বাকি পুকুর কোথায় গেল? আজ জলদিবস জল কোথায়! জল কোথায়! বলে হল্লা তোলো।

গার্ডেনরিচ বিষয়ক গণিত
তমাল সাহা

পুকুর বুজিয়ে তৈরি হয়েছিল একটি বহুতল বিল্ডিং।
বহুতল বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে কমপক্ষে ১০ জন মারা যায়।
বেশি পক্ষে কতজন মারা যেতে পারতো?

হুড়মুড়িয়ে পড়ার দ্রুততা কত বেশি হলে মানুষগুলি আরো তাড়াতাড়ি মরে যেতে পারতো?
হুড়মুড়িয়ে পড়ার আরো বেশি দ্রুততার জন্য কি ধরণের নির্মাণ সামগ্রীর প্রয়োজন ছিল, বলো?

এরকম কতসংখ্যক পুকুর বুজিয়ে তৈরি বেআইনি বহুতল বিল্ডিং একসঙ্গে ভেঙ্গে পড়লে গার্ডেনরিচ অঞ্চলের সমস্ত মানুষ একইসঙ্গে বাড়ি চাপা পড়ে মরতে পারতো তা হিসেব কষে দেখাও?

পুকুর ও বিল্ডিংয়ের সঙ্গে আনুপাতিক সম্পর্ক কি,
একটি শব্দে লেখো।

বিল্ডিংটির উচ্চতার সঙ্গে ভেঙে পড়ার দ্রুততা হার, উচ্চতার সঙ্গে মৃত্যুর হার, ভেঙ্গে পড়ার দ্রুততার সঙ্গে নির্মাণ সামগ্রী হার এবং উচ্চতার সঙ্গে কাটমানির হার–এর সম্পর্কজনিত রৈখিক চিত্র অঙ্কন কর।

প্রোপুপৌ– অর্থাৎ প্রোমোটার পুলিশ ও পৌরসভার মধ্যে আঁতাত জনিত একটি সম্পর্ক নির্ণয় করো।

গাণিতিক সমাধানে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো।