অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ ফরাক্কা থানার অন্তর্গত এই গান্ধীঘাট, এক কথাই বলতে গেলে ফরাক্কার এলাকাবাসী এবং আশেপাশে এলাকার মানুষজনের খুব প্রিয় একটি জায়গা এই গান্ধীঘাট।

সকাল থেকে শুরু করে সন্ধ্যা, বন্ধু থেকে পরিবার একটু সময় পেলেই চলে আসে এই গান্ধীঘাটে। একটু গল্প করার জন্য, আর এই গান্ধীঘাটের জায়গা পরিষ্কার এবং সুন্দর রাখার দায়িত্ব তুলে নিয়েছেন ফরাক্কার বাসিন্দা দোলন দাস।

আর তার জন্য কোনো পারিশ্রমিক পান না ও তিনি কোনো পারিশ্রমিক পাওয়ার আশায় এই গান্ধীঘাট পরিষ্কার এবং সুন্দর রাখার কাজ তিনি করেন না ,তিনি এই কাজ করেন নিজের খুশিতে। প্রতিদিন তিন সময় এই গান্ধীঘাট পরিষ্কার করেন , যাতে ফরাক্কার ও আসেপাশে থেকে আশা মানুষজন শান্তিভাবে পরিষ্কার জায়গাই বসতে পারে।

ফরাক্কার বাসিন্দা দোলন দাস পেশায় একজন ব্যবসাদার। ডেকোরেটরের ব্যবসা করেন তিনি ,আর ব্যবসার মাঝে প্রতিদিন এই গান্ধীঘাট পরিষ্কার করেন। দোলন বাবু আরো জানান তিনি গত পাঁচ বছর ধরে এই গান্ধীঘাট জায়গা পরিষ্কাররের কাজ শুরু করেন এবং আগামীদিনেও এই গান্ধীঘাট পরিষ্কারের কাজ তিনি করে যাবেন।