নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১১ই,ডিসেম্বর :: ইসলামপুর :: গানে গানে মিলন উৎসবে মেতে উঠলো এলাকার বাসিন্দারা।হেমন্ত সন্ধ্যায় এমনই বার্তা উপহার দিলো ইসলামপুরের মিলন পল্লী কবিগান কমিটি।সোমবার রাতে কবি গান উৎসবের শেষ দিনে লোক গানে রীতিমতো মাতিয়ে দিলেন লোক শিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায়।

বাংলার বীরভূম,বাঁকুড়া এবং মেদিনীপুর সহ অসম এবং বাংলাদেশের মাটির গানে হারিয়ে গিয়ে অনেক রাত পর্যন্ত রীতিমতো বুঁদ হয়ে রইলেন এলাকাবাসী । উল্লেখ্য, প্রাচীন লোকগান তথা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিলনপল্লীর এক দঙ্গল তরুণ তুর্কী।এ

দিন ওই পর্বে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার প্রমুখ।এদিন শিল্পীকে সম্মান জানানো হয় আয়োজকদের তরফে।

উৎসব কমিটির সম্পাদক গনেশ সরকার জানান,হারিয়ে যাওয়া প্রাচীন লোক সংস্কৃতিকে ফিরিয়ে আনতে তথা সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়।এদিন সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিক্রম দাস।