অবতক খবর,১ জুন,ঘাটাল: পুলিশের ব্যারিকেট ভেঙে নব জোয়ার যাত্রায় কনভের সামনে শুয়ে পড়ে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। যার জন্যই ওই বুথ সভাপতি কে সাসপেন্ড করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণভয়ের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান ঘাটাল বিধানসভার অন্তর্গত মূলগ্রাম বুথের সভাপতি। ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝিকে পথ থেকে সরাতে হবে এমনই অভিযোগ করেন তিনি। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রকাশ্যে ধমক দিতে দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাস্তার সামনে দাঁড়িয়ে আপনি সিনক্রেট করছেন। তরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে বলেন আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাকে সাসপেন্ড করলাম। যদি এ ঘটনা নিয়ে কোন ধরনের মুখ খুলতে চাননি কেউই।