অবতক খবর,৬ নভেম্বর,পূর্ব মেদিনীপুর,এগরা: শীতের রাতে গাড়ির ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বুড়িগুমটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মধ্যরাতে বুড়িগুমটিতে প্রায় ১৫ খানা পণ্যবাহী লরি, জেসিবি ও ডাম্পার দাঁড়িয়েছিল। অভিযোগ, ১২ খানা লরির ব্যাটারী চুরি হয়েছে। এখনও পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। রবিবার এগরা থানায় এবিষয়ে গাড়ির মালিকেরা লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে পুলিশ।

কিন্তু স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ওড়িষ্যার বর্ডার এলাকা। অথচ এই এলাকায় রাতে পুলিসি তাহলদারি ভ্যান ও সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায় না। পাশাপাশি, বুড়িগুমটি এলাকা লাগুয়া একটি মদের দোকান রয়েছে। দুষ্কৃতীরা সুযোগ বুঝে চুরি-ছিনতাই করে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই পুলিসি ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন! অনেকেই পুলিশের উদাসীনতাকে দায়ী করেছেন। এ প্রসঙ্গে পরে ফোনে যোগাযোগ করা হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।