অবতক খবর,২০ ডিসেম্বর : মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অগ্নিমিত্রা। সেই সময় বর্ধমান পৌঁছতেই দু’নম্বর জাতীয় সড়কের উপরে বেচারহাট নামক স্থানে গরুবোঝাই একটি ম্যাটাডোর অগ্নিমিত্রার গাড়িকে ওভারটেক করে। এরপর দেখা যায় ওই ম্যাটাডোতে ৯টি গরু রয়েছে। এর মধ্যে আবার দু’টি গরুর পায়ে আঘাত লেগেছে। তখনই ম্যাটাডো আটকান তিনি। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। এরপরই ম্যাটাডোতে থাকা তিনজনকে আটক করে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া থেকে গরুগুলি নিয়ে আসা হচ্ছিল বর্ধমানের কুসুমগ্রামে। ওই তিন ব্যক্তির কাছে কোনও বৈধ কাগজ-পত্র ছিল না। অগ্নিমিত্রা পাল এই বিষয়ে বলেন, “আমি কলকাতায় যাচ্ছিলাম। সেই সময় গরুভর্তি গাড়ি আমার গাড়িকে ওভারটেক করে এগিয়ে যায়। আমি দেখতে পাই গাড়ির পিছনে গরুগুলিকে প্রচণ্ড কষ্ট দিয়ে রাখা হয়েছে। সেটা দেখেই আমার সন্দেহ হয়। এরপর আমি গাড়ি দাঁড় করিয়ে ওদের কাছ থেকে বৈধ নথি চাই। কিন্তু ওরা কোনও নথি দেখাতে পারেননি। এরপর ওরা আমায় বারবার বলতে শুরু করে আমরা গরিব মানুষ। দিদি আমাদের ছেড়ে দিন। পরে আমি বর্ধমান থানার আইসিকে ফোন করি। তিনি ফোন তোলেননি। এরপর বিজেপির কয়েকজন কর্মীরা সেখানে উপস্থিত হয়। পুলিশ আসে। আমরা গাড়িটিকে বাজেয়াপ্ত করতে বলেছি।” এরপর তিনি বলেন, “পুলিশ সব জানে। রাজ্য পুলিশকে ৮০০-৯০০ টাকার ঘুষ খাইয়ে এই দুর্নীতি চলছে। এখন পুলিশ নেই এরা তৃণমূলের ক্যাডার।”