অবতক খবর, শিলিগুড়িঃ ১২ মার্চ থেকে আগামি ১৪ মার্চ পর্যন্ত এই তিনদিন চলবে জলপাইগুড়িতে তৃণভোজী বন্যপ্রাণীর সমীক্ষার কাজ। বিশেষত গন্ডার ও হাতির সমীক্ষা এতদিন হয়ে আসছে। এবার থেকে গণ্ডার ও হাতির পাশাপাশি তৃণভোজী বন্যপ্রানী যেমন হরিন, বাইসন(ইন্ডিয়ান গৌড়) সহ সমস্ত তৃণভোজীদের সুমারি হবে। উত্তরবঙ্গের তৃণভোজী বন্যপ্রাণী কত আছে তার একটা সম্যক ধারনা নেওয়ার জন্যই প্রত্যক্ষ ভাবে এই গননা করা হবে বনবিভাগ সূত্রে খবর।

উত্তরবঙ্গের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ, চাপড়ামারি অভয়ারণ্যেও এই সমীক্ষার কাজ চলবে। এই সমীক্ষার কাজের জন্য উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের বাংলো গুলিতে বুকিং বন্ধ রাখা হয়েছে। এই তিনদিন কোন পর্যটক জঙ্গলে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নীশা গোস্বামী।