অবতক খবর,১৮ নভেম্বর,রূপম রায়, নদীয়া: গয়েশপুর পৌর এলাকার বিভিন্ন সরকারি স্কুলের মিড ডে মিলের কর্মীদের বিক্ষোভ।
প্রসঙ্গত দির্ঘ ১৫ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু বেতন না বাড়ায় তাদের বিক্ষোভ।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ দিন ধরে কাজ করছি মাত্র ১৫০০টাকায় মাসিক বেতনে। সরকার সব জায়গায় বেতন বাড়ালেও আমাদের বেতন বাড়ছে না।
তাই আজ পৌরসভার পুর চেয়ারপার্সনের কাছে ডেপুটেশন দেওয়া হলো।
এর পর যদি মাইনে না বাড়ে তবে বৃহত্তর আন্দোলনে যাবো।

এদিন গয়েশপুর পৌর এলাকার বিভিন্ন স্কুলের মিড ডে মিলের কর্মীরা অংশগ্রহণ করে এই ডেপুটেশনে প্রায় ৩০থেকে ৩৫জন।
তারা পুর চেয়ারপার্সন সুরজিৎ সরকারের সাথে দেখা করে তাদের দাবি গুলো তুলে ধরেন।
এই বিষয়ে পুর চেয়ারপার্সন সুরজিৎ সরকার বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।