মৃন্ময় লাহিড়ী, আবতক খবর,২০ জানুয়ারি: আজ গয়েশপুর পৌরসভায় বাম সর্মথকরা ডেপুটেশন জমা দেন পৌর চেয়ার পার্সনের কাছে।এলাকার উন্নয়ন,রাস্তা ,ড্রেন,নিকাশি ব্যাবস্হা জল সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশনটি জমা দেওয়া হয়। পাঁচ সদস্যের একটি টিম চেয়ারপারসনের কাছে গিয়ে ডেপুটেশনটি জমা দেন। সামনেই পৌর নির্বাচন তাকে পাখির চোখ করে আজ বাম সমর্থকরা পথে নেমে পড়ে।

গয়েশপুর পৌরসভার পৌর পরিষেবা বিষয়ক একাধিক অভিযোগ নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ করে এবং পৌর চেয়ারপারসনের নিকট একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন।
বাম নেতা গোপাল চক্রবর্তী বলেন- তারা সাধারণ মানুষের বেশকিছু দাবি নিয়ে এই ডেপুটেশনটি জমা দেন আরও বলেন এই দাবি না মানলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা ও প্রাক্তন পুরো প্রধান গোপাল চক্রবর্তী,দিপক শিকদার, তাপস পারিহাল ও তনয় কান্তি রায় সহ একাধিক নেতৃত্ব ।
এই বিষয়ে পৌর চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন, তিনি দাবি সমূহ গ্রহণ করেছেন এবং তা পূরন করার চেষ্টা করবেন।