অবতক খবর  : গয়েশপুরে রমরমিয়ে চলছে জুয়া খেলা। জানা গেছে,প্রতিদিন প্রায় কয়েক লক্ষ টাকার জুয়া খেলা হয় গয়েশপুর অঞ্চলে। বিশেষ করে গয়েশপুরের ৭ নং ওয়ার্ড,১৩ নং ওয়ার্ড, গোকুলপুর,কল্যাণ চক্র অঞ্চলে এর আধিক্য বেশি। স্থানীয়দের অভিযোগ, এই জুয়া খেলার কারণে বহিরাগত প্রচুর মানুষ এই অঞ্চলে আসছে। ‌ যার ফলে সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। আর এই জুয়া খেলার প্রভাব সবথেকে বেশি পড়ছে অঞ্চলের যুবদের উপর। কিছুদিন আগে স্থানীয় দুই নেতৃত্বের তৎপরতায় সাময়িকভাবে এই খেলা বন্ধ হলেও পুনরায় তা শুরু হয়েছে। সূত্রের খবর, এর পেছনে জড়িত রয়েছে অঞ্চলেরই এক ছাত্র নেতা । সব জেনেও নির্বিকার প্রশাসন, কোনো ভূমিকাই নেই তাদের। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে ওই অঞ্চলের সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলেছেন, এই ভাবেই কি অঞ্চলে অসামাজিক ক্রিয়া-কলাপ চলতে থাকবে? কবে বন্ধ হবে এইসব? কবে তারা একটি সুস্থ পরিবেশে স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন?