অবতক খবর, নদীয়া: আজ রানাঘাটে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত হল আসন্ন পৌর নির্বাচনের রণকৌশন নিয়ে পর্যালোচনা সাথে বাকি থাকা সাতটি (জেড পি 36,-38 জেড পি 38এ, জেড পি 32 ,জেড পি 44, কল্যাণী শহর এবং গয়েশপুর শহর) মন্ডল সভাপতি গঠনের মাধ্যমে সম্পন্ন হল জেলার সকল মন্ডল গঠন। শান্তিপুর শহর মন্ডল টু এরসুব্রত করার পরিবর্তে সুকুমার দাস নিযুক্ত হলো।

আর্যুন সম্পাদক 3 জন সাধারণ সম্পাদক 8 জন সহ-সভাপতি একজন সাধারণ একজন সভাপতি নিয়ে মোট ২১জনের জেলা কমিটি গঠিত হল। সভাপতি হিসেবে অশোক চক্রবর্তী সহ বেশ কিছু পুরনো সদস্য বহাল থাকলেও বাদ পড়লেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য। তবে এ বিষয়ে দলীয়ভাবে জানানো হয়, আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা মাথায় রেখেই তাদের জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী সাংসদ জগন্নাথ সরকার , রাজ্য নেতা সঞ্জয় সিং, জেলা সভাপতি অশোক চক্রবর্তী সহ বিভিন্ন মন্ডল সভাপতিগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব জেলা কমিটির সাধারণ সম্পাদক নিরাঞ্জন বিশ্বাস। 1 বছরের মধ্যে, তিনবার জেলা কমিটি গঠন, এবং মন্ডল কমিটি গঠন নিয়ে জলঘোলা, বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরনো সদস্য বাদপড়া নিয়ে রাজনৈতিক মহলে কটাক্ষ হলেও, বিজেপি তরফ থেকে জানানো হয় অন্যান্য দলের মত বিজেপি নয়, একজন সাধারণ কর্মীর উপর বর্তায় দলের গুরুতর দায়িত্ব। আসন্ন পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষ প্রস্তুত আছেন, আমাদের কাজ শুধু তাদের পাশে থাকা।