অবতক খবর,১০ জানুয়ারিঃ গঙ্গার প্রতি কোনরকম লক্ষ্য রাখছেন না হাওড়ার কর্পোরেশন বা প্রশাসক মন্ডলী । হাওড়া শহরের পুরো নিষ্কাশনই তা সোজা গিয়ে পড়ছে গঙ্গার জলে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি থেকেও জল গঙ্গায় পড়ে এতে করে গঙ্গার জল দূষিত হচ্ছে। এবং এই দূষণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে যেখান দিয়ে এই সকল নিষ্কাশনি নালা যাচ্ছে তার পাশে দাঁড়ানোর উপায় নেই সাধারণ মানুষ জানাচ্ছেন যে এর পাশে দাঁড়ালে বা পাশ দিয়ে গেলে কি পরিমান পচা গন্ধ ছাড়ে সেটা বলার নয় ।ভয় লাগে গঙ্গায় নেমে চান করতে। যদি কোন রকম চর্মরোগ হয়ে যায়। কোন কারণবশত গঙ্গাজল যদি পেটে যায় তাহলে যে কি রোগে দাঁড়াবে, সেই আতঙ্কেই ভুগছেন হাওড়া শহরবাসী। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় জানাচ্ছেন হাওড়া শহরের নিষ্কাশন ই ব্যবস্থা আগে যেরম ছিল সেই ভাবেই রয়েছে টাকা পাওয়ার পরেও কোনরকম উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও গঙ্গার দূষণ রোধ করা যাচ্ছে না গঙ্গা এতটাই দূষিত হয়ে গেছে যে মানুষের পক্ষে সেটা ব্যবহার করা খুবই মুশকিলের ব্যাপার। এতে করে গঙ্গার মাছের ক্ষতি হচ্ছে এবং যে সকল মানুষ গঙ্গার জল ব্যবহার করে নৃত্য প্রয়োজনে তাদের ক্ষতি হচ্ছে।

যে জল হাওড়া কর্পোরেশন মানুষের ঘরে ঘরে দিচ্ছে সেই জল যেখানে ট্রিটমেন্ট করে দেয়া হয় সেই সংস্থার কর্মরত রাজেশ শাও জানাচ্ছেন যদি গঙ্গা এতটা দূষিত না হতো তাহলে তাদের ট্রিটমেন্ট করতে খরচা কম আসতো কেমিক্যাল কম দিতে হতো আর জলটা আরো বেশি পরিষ্কার হতো। কিন্তু নিষ্কাশনই ব্যবস্থা এতটাই খারাপ যে গঙ্গায় সোজাসুজি নোংরা জল পড়ায় গঙ্গা দূষিত হচ্ছে দিনের পর দিন হয়ে যাচ্ছে কারোর কোন হেলদোল নেই। এইবার দেখা যাবে মানুষ কতটা সচেতন হতে পেরেছে এবং সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে সেটাও দেখার আছে।