অবতক খবর,১০ জানুয়ারি: পৌষ সংক্রান্তির দিকে সময় যত এগোচ্ছে, ততই ভয় বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কেননা পরীক্ষায় আরও ৩১ জন পূণ্যার্থীকে করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। চিকিৎসকরা এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। একই দাবি ছিল রাজ্যের বিরোধীদেরও। তবে হাইকোর্টের হস্তক্ষেপের পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রিত উপায়েই গঙ্গাসাগর মেলার আয়োজন করা হবে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, গঙ্গাসাগরের পথে যেতে চাওয়া আরও ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাবুঘাটের ক্যাম্পে করা পরীক্ষায় ২০ জনের আক্রান্তের হদিশ মিলেছে আর শিয়ালদহের শিবিরে করা পরীক্ষায় ৬ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত বাবুঘাটের শিবিরে ২৫ জন আক্রান্তের হদিশ মিলেছে। উল্লেখ্য যে বাবুঘাট আর শিয়ালদহের শিবিরে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা হয়েছে। তবে এই পরীক্ষা এবং ফল নিয়ে পূণ্যার্থীদের কারও মধ্যেই হেলদোল দেখা যায়নি। বাবুঘাটে অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।