গঙ্গাসাগর মেলায় আজ সকাল থেকে স্যানিটাইজার এর কাজ শুরু হলো

অবতক খবর,৮ জানুয়ারি: গঙ্গাসাগর মেলার আয়োজনে সায় দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার শর্তসাপেক্ষে এ বছর গঙ্গাসাগর মেলার আয়োজনে সম্মতি দেওয়া হয়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই করোনা সংক্রমণের আবহে কপিল মুনির মন্দির চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দমকল দিয়ে শুরু হয়েছে স্যানিটাইজার করার কাজ।

মাস্ক ও চিকিত্‍সা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে সাগরমেলায়। থাকছে অ্যাম্বুল্যান্সও। পাশাপাশি মেলায় কোভিড সুরক্ষা বাড়াতে কোভিড হাসপাতাল ১০০ বেডের বেশি রাখা হয়েছে ।

সাগর ব্লকের 15 উদ্ধ ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ ১০০% পার্সেন্ট শেষ হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। কোভিড সুরক্ষা বাড়াতে পর্যাপ্ত পরিমাণ আধুনিক সুরক্ষা রাখা হয়েছে বলে সাক্ষাৎকারে জানালেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল।