অবতক খবর,৪ জানুয়ারি:  রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে রাজ্যে সরকার ও স্থানীয় প্রশাসনের তরফে সচেতনতা মূলক নানা প্রচার চালানো হচ্ছে।করোনার তৃতীয় ঢেউ প্রতিহত করতে চালানো হচ্ছে নানা সচেতনতা মূলক প্রচার।

মাস্ক পড়া সহ হ্যান্ড স্যানিটািজার ব্যবহার,সামাজিক দূরত্ব সহ নানা বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষেকে।ঠিক সেইভাবেই খড়দহ পৌরাঞ্চলের জনবহুল রহড়া বাজার এলাকায় সাধারন মানুষকে সচেতন করতে এবং লকডাউন সম্পর্কে জানাতে মঙ্গলবার সকালে মাইক প্রচার চালানো হল রহড়া থানা ও খড়দহ পৌরসভার তরফে এবং ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধু চলের সহযোগিতায়।

এই অভিযানে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার পৌর প্রশাসক নীলু সরকার,রহড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুদ্যুতি মজুমদার,চিকিৎসক গৌতম মুখার্জি,বন্ধুচল সংস্থার সদস্য আনন্দ রায়,কবি ও গীতিকার পরাশর বন্দোপাধ্যায় সহ রহড়া থানার পুলিশকর্মী,বিশিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা।এই অভিযানে রহড়া থানার পুলিশে ও অন্যান্যরা পথচলতি মাস্ক না পড়া গাড়ী চালক,পথচারীদের ও দোকানদারদের মাস্ক পড়তে বলেন ও করোনা থেকে সচেতন থাকতে বলেন।এবিষয়ে বলতে গিয়ে খড়দহ পুরসভার পৌর প্রশাসক নীলু সরকার জানান