অবতক খবর,৫ জুলাইঃ ঘটনাটি ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজিবপুর সমুদ্রপুর এলাকার , প্রত্যেক দিনের মতো খুদে খুদে পড়ুয়ারা অঙ্গনওয়াড়ি স্কুলে আসে এবং তাদের জন্য খিচুড়ি খাবারের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার শিশুদের খাবার দিলে এক শিশু খাবার বাড়িতে নিয়ে যায় এবং দেখতে পায় খাবারের ভেতর রয়েছে কেন্নো।

ঘটনা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তা সত্ত্বেও স্কুলের যে দায়িত্বে দিদিমণি আছেন তিনি কর্ণপাত করেননি।

একদম খোলা জায়গাতে রান্না করা হয় একটি প্লাস্টিকের ত্রিপল টানিয়ে,সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়।

ঘটনাস্থলে সংবাদ মাধ্যম যেতেই দিদিমণি সাইকেল নিয়ে পালিয়ে যান, কথা বলতে চাননি সংবাদমাধ্যমের সামনে।

অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ির দায়িত্বপ্রাপ্ত দিদিমণিকে বলে কোন কাজ হচ্ছে না।

মঙ্গলবার এই ঘটনা সামনে আসার পর রান্না করার হাঁড়িটি স্থানীয় একটি পুকুরে নিয়ে গিয়ে সাথে সাথে ধুয়ে ফেলা হয়।

ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। তারা জানান অঙ্গনওয়াড়িতে পাঠালেও আর শিশুদের খাবার খাওয়াবেন না।