খাদ্য আন্দোলনের শহীদ দিবসে শহীদদের প্রতি হালিশহর এরিয়া কমিটির শ্রদ্ধা জ্ঞাপন

অবতক খবর,৩১ আগস্টঃ ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদ দিবসে পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে শহীদদের প্রতি সন্মান জ্ঞাপন করা হলো CPIM হালিশহর এরিয়া কমিটির ও তার শাখা গুলোতে।

১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাজপথে ভূখা মানুষের মিছিল হয়।

তাঁর কিছুদিন আগে তৎকালীন খাদ্যমন্ত্রীর শুধু ভুট্টা খেয়ে বেঁচে থাকার পরামর্শ, সেই পরামর্শকে ছুড়ে ফেলে দিয়ে মিছিল এগোতে থাকে মহাকরণের দিকে। সেই মিছিলের উপর পুলিশের গুলি চালনা, লাঠি চার্জ হয়। ৮০ জন কমরেড শহীদ হন। তৈরি হয় নতুন ইতিহাস।অধিকার বুঝে নেওয়ার নতুন ইতিহাস।

শহীদদের শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেন সিপিআই/এম হালিশহর এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ সোম। এছাড়াও খাদ্য আন্দোলন সম্পর্কে বলেন রবীন্দ্রনাথ মুখার্জী। উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।