অবতক খবর , নদীয়া :       ১৯৫৯ সালে আজকের দিনে খাদ্যের দাবিতে কলকাতার বুকে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশি আক্রমণ শহীদ হয়েছিলেন ৮০ জন খাদ্য আন্দোলন কারী। সেই থেকে শ্রদ্ধার সাথে পালিত হয় আজকের দিনটি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মত নদীয়া জেলার বিভিন্ন স্থানে আজ পালিত হলো এই বিশেষ দিনটি।


নদীয়ার শান্তিপুর শহরের শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে এই শহীদদের জন্য তৈরি স্মৃতিসৌধে মাল্যদান করেন শান্তিপুর বামফ্রন্টের নেতৃবৃন্দ। যার মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের পক্ষে সৌমেন মাহাতো, আর সি পি আই এর পক্ষ থেকে অভিজিৎ ঘোষ, সি পি আই এর পক্ষ থেকে তপন কর্মকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়াও শান্তিপুর ব্লক ও শহরের ২২ টি বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতি চারন করা হয়। এবং শপথ নেওয়া হয় আম্ফান দুর্নীতি, রেশনিং দুর্নীতি, রুখতে ডিজিটাল কার্ড, পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, তাঁতি সহ বিভিন্ন শ্রমজীবি মানুষের মাসিক সাড়ে সাত হাজার টাকা ভাতার দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার।