অবতক খবর,১৭ নভেম্বরঃ খসড়া ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনে এলো বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল।

9 নভেম্বর থেকে তালিকার সংশোধনের কাজ শুরু হয়েছে। তৃণমূলের বিধায়ক খোকন দাস ভোটারদের নাম তুলতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা শিশির বাজরিয়া। তিনি বলেন, “অতিরিক্ত নাম তোলা যাবে না। যাঁরা তৃণমূল করে শুধু তাদেরই নাম তোলা হবে। যাঁরা হিন্দু তাঁরা বিজেপিকে ভোট দেয়। সেই নামগুলোও তোলা যাবে না। শাসকদল প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে। এটা আমরা সবসময় দেখেছি। এভাবে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আর ভোট করে লাভ কি? আজ আমরা সমস্ত প্রমাণ সহ আমাদের অভিযোগ জমা দিয়েছি। আমরা চাই এই বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।”