অবতক খবর,২৮ জুনঃ  ফের শুট আউট রেল শহর খড়গপুরে! সোমবার রাত্রি দশটা নাগাদ গুলি চলল খড়গপুর শহরে। কুড়ি নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট মাথা মন্দিরের সামনে বসে ছিলেন এক তৃণমূল কর্মী। হঠাৎই একটি স্কুটিতে তিন জন সামনে এসে দাঁড়ায় সামনের থেকে গুলি করে কিছু বোঝার আগেই পালিয়ে যাই।

তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছে যায় পাশাপাশি লোকজন। গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে ছুটে যান খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারসহ তার কর্মী-সমর্থকরা। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস প্রসাদ প্রদীপ ঘোষের অনুগামী বলেই বরাবরই পরিচিত এলাকায়।

হাসপাতালে পৌঁছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি গোটা খড়্গপুরে তল্লাশি অভিযান শুরু করেছে। বারে বারে খড়গপুরে এই ধরনের ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ। প্রশাসনের নাকের ডগায় বার বার কিভাবে ঘটেছে শুট আউট! উঠেছ প্রশ্ন?