ক্ষমা করে দিন লেনিন / তমাল সাহা

২৬ জুন শনিবার গভীর রাত। তূলিয়ামুড়া, ত্রিপুরা। গেরুয়া শার্ট পরা দুর্বৃত্তরা ক্ষতবিক্ষত করল লেনিনের শরীর, ভেঙে দিল লেনিনের মাথা

ক্ষমা করে দিন লেনিন
তমাল সাহা

সে তো গভীর রাত, সে অনেক কথা
লেনিন বলে, আরে কি হলো তোর!
এতো ডাকছি, কেন এতো নীরবতা?
বুঝেছি রাগ হয়েছে খুব, ওরা লেনিনকে ভেঙে দিয়েছে , তাই !
সে তো কবে থেকেই ভাঙছে, ভাঙুক না, ভাঙতে দে!
এখনো এতো লেনিন থাকে কোথায়, এখনো হয়নি শেষ?
ভাঙুড়েরাই বা এত লেলিন কি করে খুঁজে পায়!
তুই এতো বিমর্ষ কেন?
তুই তো স্বচক্ষে দেখতেই পাচ্ছিস শেষমেশ
লেনিনকে কিছুতেই করা যাচ্ছেনা নিঃশেষ!

এতো লেনিনকে খুঁজে পাচ্ছে কারা?
আরে সে তো ভালোই,
ওরাই স্মরণ করিয়ে দিচ্ছে এখনো লেনিন বেঁচে, বেঁচে আছে তার চিন্তাধারা।
ভাঙতে ভাঙতে ওদের হাত হয়ে যাবে ব্যথাতুর। ওরা তো এখানে গেরুয়া শার্ট।
শেষ পর্যন্ত উত্তেজিত হয়ে বলবে,
আর পারা যাচ্ছে না, ঘেমে বড় ক্লান্ত
কমরেড লেনিন! আপনি বড় দুর্দান্ত।
যতদিন ইচ্ছে দাঁড়িয়ে থাকুন! কোমর বেঁকিয়ে এতো হাতুড়ি চালানো যায় নাকি? আমরা পরিশ্রান্ত।

কমরেড লেনিন! ক্ষমা করে দিন।