রাশিয়ার সামরিক আগ্রাসন ইউক্রেনে। ধ্বংস ও নিধন যজ্ঞ চলছে। শিশু নারী সাধারণ মানুষ কেউই এই মারণযজ্ঞে বাদ যাচ্ছেনা

ক্ষমতা ক্ষমতা
তমাল সাহা

এক)
যুদ্ধ মানে

আরে যুদ্ধ মানে
রাষ্ট্রীয় মস্তানি দখলদারি
বিশ্বজুড়ে দাদাগিরি।
মানুষ তো একদিন মরবেই
নয় কিছুদিন আগে হল খুন!
ছুঁড়ে দিলাম ক্ষেপণাস্ত্রের আগুন।

ইউক্রেনে আছে খনিজ তেল
ক্ষমতা! ক্ষমতা! ক্ষমতা!
দখল চাই—
কিছু লাইফ তো করতেই হবে হেল!

দুই)
হত্যালিপ্সা

যুদ্ধবাজরা কি পশু!
ঘরে নেই তার এমন নির্মল শিশু!
কি করে দেখো এই রক্তমাখা মুখ!
কোনো ওষুধ আছে
নিরাময় করতে পারে
এই মারণ লিপ্সার অসুখ?

তিন)
এই শিশু এই বোধ

এ শিশুটি তো দেখি বিশ্বজ্ঞানী
বুঝে গেছে যুদ্ধবাজদের শয়তানি।

কোথায় ঢাললে জল
ট্যাংকের চাকায় ধরে যাবে জং
ট্যাংক হবে অচল
রাষ্ট্র একটা সঙ্
এগুলো সব ঠিক জানে।

বুঝে শুনে শিশ্ন লুকিয়ে
রেচন ঢেলে দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে চাকায়।
আমি আশ্চর্য, কি করে এই বয়সে যুদ্ধবিরোধী বোধ এলো ওর মাথায়!

চার)
সমর মানে

চীন রাশিয়া বা হোকনা আমেরিকা
তাতে কিবা আসে যায়
সে যদি যুদ্ধবাজ হয় রক্তপাত ঘটায়
বজ্রপাত হোক তার মাথায়!

লাল নীল পতাকায় কিবা আসে যায়
তুমি যদি হাতে রক্ত মাখো
তবে আমাদের থেকে দূরে সরে থাকো।

যুদ্ধের সঙ্গে তো জীবনের কথা নেই
সমর মানে তো মরণের সঙ্গে
তবে যাও কেন সমরে?
তুমি যুদ্ধবাজ বসে থাকো ঘরে
সীমান্তে কার সন্তান মরে?