রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   আমফানে ক্ষতিগ্রস্থরা সাহায্য না পাওয়ায় উলুবেড়িয়া বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ আমফানে ক্ষতিপুরন বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েত মেম্বার বা তার পরিচিত মানুষরাই পেয়েছেন। কিন্তু সাধারন মানুষরা পায় নি। সেই অভিযোগ তুলেই আজ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ।

 

আজ বেশ কয়েকশ মানুষ আজ পঞ্চায়েত অফিসে জড়ো বিক্ষোভ দেখায়। যদি ও বিক্ষোভের আঁচ পেয়েই প্রধান অফিসে আসে নি। যদিও বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত মন্ডলের দাবি প্রায় ১৪০০ জনের মত ক্ষতিপুরনের তালিকা পাঠায়িছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে সেই তালিকা বাদে অনেকের নাম আছে, অনেক মেম্বারের ও নাম আছে। এর পিছনে তৃনমূলের চক্রান্ত আছে বলে তিনি দাবি করেন।

 

যদিও বাসুদেবপুরের তৃনমূল পঞ্চায়েত সমিতির মেম্বারে জানান কাজ জানেন না। নিজেরাই স্বজনপোষণ করে এখন অন্য দলের উপর বদনাম করছে।