ক্রোধ ও আত্মহত্যা

এক)

শিশুটি দুপুরে খেতে বসে
টিভিতে দেখছিল ঘটনাটি
সে আঁতকে ওঠে,
চিৎকার করে বলে উঠলো—
যে পুলিশটি মেরেছে ঘুষি
তার মুখে করে দেবো হিসি

দুই)

মানুষকে এতো অপমান!
প্রতিবাদীকে মাটিতে ফেলে পুলিশ মারবে লাথি?
মাথা ঠিক আছে তো তোমার, দেখে এই অমানবিক বজ্জাতি?

এখন যদি কবি বলে, শালা শুয়োরের বাচ্চা পুলিশ, হারামি!
তুমি কি বলবে, পুলিশের কাজ পুলিশ করেছে
কবি কেন অশ্লীল বাক্য বলবে
তার লেখার অক্ষরে থাকবে কেন এতো বাঁদরামি?

তিন)

এ কী করলে বাবা! তুমি তো পুলিশ,
মানুষের নিরাপত্তা রক্ষী!
তোমারও তো ডিএ বাকি!
এভাবে মারলে লাথি, চালালে ঘুসি
দেখো বাড়ি ঘিরে ফেলেছে পাড়া-প্রতিবেশী।
সোচ্চারে বলছে আঙুল তুলে
তোর বাবা দোষী! তোর বাবা দোষী!

লজ্জায় ছেলেটির মাথা নিচু
বাথরুমে ঢুকে গলায় দিল ফাঁসি!