অবতক খবর,৭ সেপ্টেম্বর: গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। আর এই পূণ্য তিথিতে নিজের বাড়িতে মায়ের পুজো দিলেন কাঁচরাপাড়ার বরিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ ঘোষ।

প্রতি বছরই তিনি এই কৌশিকী অমাবস্যায় বাড়িতে মায়ের পুজো করে থাকেন। কিন্তু এবছরের পুজোটা যেন একটু অন্যরকম। কারণ এই বছর পুজো উপলক্ষে দিলীপ বাবুর বাড়িতে প্রচুর মানুষের সমাগম ঘটে। তাদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।

তাঁর বাড়িতে মায়ের পুজো দেখতে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বীজপুরের তৃণমূল যুবনেতা কমল অধিকারী সহ কাঁচরাপাড়া পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা। করোনা বিধি মেনে

হাজার হাজার মানুষকে তাঁর বাড়ি থেকে ভোগ এবং মাস্ক বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে দীলিপবাবু বলেন, মা আমাদের সকলকে ভালো রাখুন, মা সকলের মঙ্গল করুন। সকলের মঙ্গল কামনায় প্রতিবছরই আমি এই পুজো করে থাকি। এবছর বিশেষভাবে আয়োজন করেছিলাম,যাতে একটি মানুষও মায়ের ভোগ গ্রহণ থেকে বঞ্চিত না হন। প্রচুর মানুষ আমার বাড়িতে এসেছিলেন এবং হাজারেরও বেশি মানুষ ভোগ গ্রহণ করেছেন।