অবতক খবর :: শিলিগুড়ি ::   কোভিড হাসপাতালে গাড়ি নিয়ে যাওয়ার গাফিলতি হচ্ছে এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা।কেস পজিটিভ হবার পরেও আসতে দেরী করছে অ্যাম্বুলেন্স,কোথাও কোথাও ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরও আসছে না অ্যাম্বুলেন্স,ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

কারো কারো এলাকায় এক ঘন্টা পার হয়ে গেলেও আসছে না গাড়ি, গতকাল শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে এই একই ঘটনা ঘটে।পরে ওয়ার্ড কোয়ার্ডিনেটারের ধমকে কাজ হয়। বহুক্ষেত্রেই এই অভিযোগ আসছে,তবে সাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় একটু দেরী হচ্ছে,কারন সবমিলিয়ে শিলিগুড়ি সহ লাগোয়া এলাকাতে মোট ছয়টি অ্যাম্বুলেন্স কাজ করছে। তাই তাদের পক্ষে এতটা করা সম্ভব হচ্ছে না। সাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে সবারই চিকিৎসা হবে এতে ভয়ের কিছুই নেই।