সৌম্যজিৎ চট্টোপাধ্যায় : অবতক খবর : পূর্ব মেদিনীপুর :      কোভিড এবং নন কোভিড রুগীদের একসাথে চলছে চিকিৎসা, নেই ডাক্তার, চিকিৎসা ব্যবস্থার বেহাল চিত্র তমলুক জেলা হাসপাতালে। কোভিড রুগী এবং নন কোভিড রুগীদের পাশাপাশি রেখে চলছে চিকিৎসা।

নামেই চিকিৎসা নেই ডাক্তার, মাত্র একজন নার্স এর তত্ত্বাবধানে পুরো আইসোলেশন রুম। যে সমস্ত রুগী কোভিড পসিটিভ নয় টেস্ট এর জন্যে পাঠানো হয়েছে নমুনা তাদের কেও একই রুম এ রেখে চলছে চিকিৎসা, এতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকলেও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষ এর। স্বাস্থ্য ব্যাবস্থার এমন বেহাল চিত্র ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা হাসপাতাল এ।

দেখা গেলো রোগীর পরিচর্যা করছেন রোগীর আত্মীয়রাই। তাদের অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া,স্নান করিয়ে দেওয়া সব কিছুই করে দিচ্ছে রোগীর আত্মীয়রাই। এতে সংক্রামিত হওয়ার আশঙ্কা  রয়েছে রোগীর আত্মীয়দের।

এছাড়াও করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ প্রায় পাঁচ ঘন্টা আইসোলেশন ওয়ার্ড এ পড়ে থাকার পরে সেই মৃতদেহ জনসমক্ষ দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে পরিলক্ষিত হয়। যত্র তত্র পরে পিপিই কীট এর অংশ। এমনটাই অভিযোগ করলেন রোগীর আত্মীয় অভিজিৎ মাইতি, রমেশ অধিকারীরা। থেকে এর রিপোর্ট