কোভিড বিধি শিকেয়, শহরতলির ট্রেনগুলোতে বাদুড়ঝোলা ভিড়

অবতক খবর,১ নভেম্বর: ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও সেটা মানা অসম্ভব। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সকাল থেকেই শহরতলির ট্রেনগুলোতে থিকথিকে ভিড়। কোভিড বিধি শিকয়ে। দূরত্ব বিধি উধাও। অনেক যাত্রীদের মুখে আবার মাস্কও নেই। অফিস টাইমে বাদুড়ঝোলা হয়ে প্রানের ঝুঁকি নিয়ে নিত্যযাত্রীরা করছেন ট্রেন সফর। যাত্রীদের দাবি, ৫০ শতাংশের অধিক মানুষজন পেটের জ্বালায় ট্রেনে চাপছেন। কেউই করোনা বিধি মানছেন না। ভিড়ে ট্রেনে যাতায়াতের ফলে করোনার গ্রাফ আরও বাড়বে।