অবতক খবর,৩ জুলাইঃ “কোন রকম দুর্নীতি করলে নিজের দায়িত্বে করবেন, দল দায়িত্ব নেবে না”। কর্মী সম্মেলনে থেকে এমনই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এমনকি, ২৪ সাল পর্যন্ত নেতা-কর্মীদের সংযত থাকার পরামর্শও দেন মন্ত্রী৷

ইলামবাজারের ধরমপুর অঞ্চলে এদিন কর্মী সম্মেলন ছিল। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ৷ তিনি বলেন, “আগে যা করেছেন করেছেন, ভুলে যান৷ ২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে৷ দশ বছর রাজত্ব করতে গেলে দুবছর রোজা রাখতে হবে, উপোস করতে হবে।”

অর্থাৎ, দুবছর কোন রকম কাটমানি বা দূর্নীতি করা যাবে না, এমনটাই নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী৷