কোতল ঘর
তমাল সাহা

১) তা হবেনা

না, না, না, খেলব না।
ভোট হবে আর মানুষ মরবে না!
তা হবেনা, তা হবেনা।
চাঁদমারি টিপ করে খেলতেই হবে…

২) দখলোত্তর

সাতচল্লিশটি নরমাংস চিবিয়ে খেয়ে সারা
দখল পর্ব শেষ, শেষ দুয়ারে কড়ানাড়া।

দু কষ বেয়ে ঝরে পড়ে রক্ত
দল এখন খোল করতালে পরম চৈতন্যভক্ত।

নেতারা বলছে,
আমরা পিঠ-চুলকানো চুম্বনরত লোক
এবার রক্তের হোলি বন্ধ হোক!

৩) ভোজ

যারা মরে গেল
মানে যারা মারা গেল
মানে যাদের খুন করা হলো
তারা মানুষ ছিল

তারা হিন্দু ছিল না
তারা মুসলমান ছিল না
তাদের রক্ত হাতে নিয়ে দেখি
লোহিত কণিকা শ্বেতকণিকা অণুচক্রিকার ধর্ম হুবহু এক
তারা কোন দলের তার কোনো চিহ্ন নেই

যাদের দেহ পড়েছিল
তারা সকলেই গরিব ছিল
খাবার হিসেবে সবচেয়ে খেতে ভালো
গরিবের রক্ত
কোনো এক খুদে কবি কোনোদিন বলেছিল!

৪) ভাবি

লাশটি দেখে ভাবি,
এতো শরীর!
কেউ বলে তনু, কেউ বলে কায়া।

তবে কেন এর নাম দেহ?

এই দেহ মানেই কি তবে দাও, সমর্পণ—
কাকে দেওয়া!

৫) প্রণাম

সাতচল্লিশটি লাশ
রক্ত দিয়ে গেঁথে তৈরি এই পঞ্চায়েত!
এসো প্রণাম করি,মাথা করি হেঁট!