অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার, ১৬অক্টোবর :    কোচবিহার জেলায় রোগ পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে শীতলকুচি ব্লক কৃষি আধিকারিক প্রদীপ্ত ভৌমিক। তিনি জানান এবছর অতিবৃষ্টির কারণে এক ধরনের পোকা, ধানগাছের ব্যাপক ক্ষতি করে। ফলে অধিকাংশ ধানখেতের ফসল পুড়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে।

শীতলখুচি ব্লকের ছোটোশালবাড়ি অঞ্চলের নগর নেপড়া গ্রামের অনিল বর্মন, মোন্নাত মিঞা, অলঙ্গ মোহন বর্মন এবং এরশাদ মিয়া জানালেন, এই এলাকার দশটি পরিবার তাদের প্রায় কুড়ি বিঘা জমিতে ধান গাছের এ ধরনের রোগ পোকার আক্রমণ দেখা গেছে। কৃষকদের কাছে জানা গেল, পোকা দমনের ঔষধ স্প্রে করা হলেও রোগের আক্রমণ থেকে নিস্তার পাওয়া যায়নি বরং ধান গাছ পুড়ে যাবার মতোন ছারখার হয়ে গেছে।

কৃষকদের অভিযোগ, তারা বিভাগীয় কৃষি আধিকারিককে জানালেও কোনো প্রতিকার হয়নি। ক্ষতিগ্রস্থ কৃষকেরা সরকারের কাছে ক্ষতিপূরণের আশা করেন।