অবতক খবর: রাজ্যে পঞ্চায়েত ভোটে শনিবার কোচবিহারের ফলিমারি গ্রামে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খু*ন করা হল। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, রাজ্য জুড়ে ভোট লুঠ,মুড়ি মুড়কির মতো বো*মাবাজি, তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে রামপুরহাট SDO অফিসের সামনে বিজেপির পক্ষ বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এরই প্রতিবাদে এদিন রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিজেপি রাজ্য যুবমোর্চার বিক্ষোভ দেখায়। যুবমোর্চার রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, তৃণমূলের হয়ে ছাপ্পা ভোটের অভিযোগ পোলিং অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ডায়মন্ড হারবার বিধানসভার মশাট অঞ্চলের ১৩৭ নম্বর বুথে।
এদিকে আবার, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি শুভেন্দু অধিকারীর। ডোমকলের রাধাকান্তপুরের ৯ নম্বর বুথে বো*মাবাজি। বাড়িতে তৃণমূল প্রার্থী আদিনা বিবির ওপর হামলা। গুরুতর অসুস্থ প্রার্থী। আপাতত বন্ধ ভোটাভুটি।

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে উত্তর দিনাজপুরের ভুজাডাঙায় বিজেপির বুথ এজেন্টের দেহ উদ্ধার। শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সামশেরগঞ্জের ৪ নম্বর জেলাপরিষদের কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার। দুর্গাপুরের খাটপুকুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির।আউশগ্রামের ১ নম্বর ব্লকের লক্ষীগঞ্জ গ্রামে ৫৯ নম্বর বুথে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ। জখম ৫। মাতাল হেমব্রম নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ২টো পর্যন্ত রাজ্যে ভোটের হার ৩৬ শতাংশ।