অবতক খবর, ১৪ নভেম্বর : অনুব্রত মন্ডল হাজতে থাকা সত্ত্বেও তাঁর খাসতালুকে কয়লা পাচার অব্যাহত। জেলা পুলিশ লাগাতার তল্লাশি চালিয়ে গত দু’দিনে জেলায় চারটি এলাকা থেকে ১৬৬ টন কয়লা উদ্ধার করেছে। কয়লা পাচার ও বেআইনি ভাবে মজুতের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমে কোথাও বাইকে, কোথাও লরিতে, কোথাও আবার ট্র্যাক্টরে টন টন কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ অভিযানে নামে। রবিবার সকালে নলহাটির সরধা গ্রামে অভিযান চালিয়ে একটি ট্র্যাক্টর আটক করে পুলিশ।সেখান থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়। এ দিনই আবার খয়রাশোল ব্লকের কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ী সাগর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ টন কয়লা।শনিবার মাঝরাতে বীরভূমের সদাইপুর থানার পুলিশ হাজরাপুর গ্রামের রাস্তা থেকে ৬টি অবৈধ কয়লাবোঝাই বাইক আটক করে, প্রায় ৩৬ কুইন্টাল অবৈধ কয়লা উদ্ধার করে। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশি তৎপরতায় কয়লা উদ্ধার সম্ভব হয়।এছাড়াও নানুরের পালিতপুরে কয়লা বোঝাই ৪টি লরি আটক করে প্রায় ১০০ টন কয়লা উদ্ধার করে পুলিশ। কয়লা পাচার ও বেআইনি মজুতের অভিযোগে ৪ জায়গা থেকে দু’দিনে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।