অবতক খবর,২৩ মে: মঙ্গলবার আমদাবাদে নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছিলেন কেকে এবং সানরাইজ হায়দ্রাবাদ।

সঙ্গে ছিলেন কিং খান। আমেদাবাদ সেই দিন তাপ মাত্ৰা ছিলো ৪৫ ডিগ্রির আসে পাশে।

কিণ্তু খেলা নিয়ে উল্লাসের শেষ ছিলো না শাহরুক খানের। খেলা শেষ হওয়ার পরেও মাঠে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কিন্ত কী এমন হল যাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন?
জানা যায় “লু” লাগার কারণে সেই দিন রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বুধবার তাঁর অবস্থার অবনতির হয়।এবং তাকে দ্রুত আমেদাবাদের, হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“চিকিৎসকরা জানান, হিট স্ট্রোকের জন্যই অসুস্থ হয়ে পড়েছেন তিনি”। বুধবার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তাঁর পরেই তাঁর সাথে দেখা করতে আসেন,

সাহ রুখের বান্দবী তথা অভিনেত্রী জুহি চাওলা।
তাকে দেখতে এসে সংবাদমাধ্যমে তিনি জানান’
“এই মুহূর্তে ভালো আছে সে ঈশ্বরের কৃপায় ও খুব তাঁরতারি সুস্থ হয়ে উঠবেন”।
“জানালেন অভিনেত্রী জুহি চাওলা”।