অবতক খবর,১৪ এপ্রিলঃ আজ 14ই এপ্রিল জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস। 1944 সালের আজকের দিনেই বোম্বে বন্দর ভিক্টোরিয়া ডকে বিধ্বংসী অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। যা পার্শ্ববর্তী ডক ও গুদামগুলিতে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এবং বিশাল এলাকা ধ্বংস করে দেয়। অগ্নি নির্বাপনের আগেই 66 জন কর্মকর্তা , 89 জন দমকলের কর্মী ও 700জন লোক প্রাণ হারায়।

তাই ভারত সরকার প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস হিসেবে পালন করে আসছেন। পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা দেওয়ার ব্যবস্থা করেন।

সেই মত আজ সকাল সাড়ে দশটার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অর্থাৎ CISF এর অগ্নি নির্বাপন শাখার পক্ষ থেকে দিনটিকে উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার সুশান্ত সন্নিগ্রাহী। এছাড়াও উপস্থিত ছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিক আধিকারিক এবং CISF ইউনিটের সকলে‌ । CISFএর অ্যাসিটেন্ট কমাডেন্ট শ্রী হন্নাপ্পা এম জানিয়েছেন যে একসপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হবে।