অবতক খবর,২৭ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরামানিকের উপর হামলা এবং তার কনভয় লক্ষ করে বোমাবাজি চালানোর অভিযোগ তুলে , পাশাপাশি বিজেপি কর্মীদের চিহ্নিত করে মারধর এর প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করছে বিজেপি নেতা কর্মীরা। একই ভাবে নৈহাটি মণ্ডল ১ এবং মণ্ডল ২ এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করে এসে নৈহাটি থানা ঘেরাও এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দাবী জানিয়ে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজিপি কর্মী সমর্থকরা।